ব্যবসায় লস খাচ্ছেন? বার বার ঠকছেন? আপনার পরিচিত মহলের মানুষেরা বার বার আপনাকে ঠকিয়ে নিজেরা লাভবান হচ্ছেন। যে টুকু আয় করছেন তার থেকেও বেশি ব্যয় হয়ে যাচ্ছে। অর্থ কিছুতেই সঞ্চয় করতে পারছেন না। এই সমস্যা থেকে কীভাবে মুক্তি পাবেন সেই পরামর্শ দিলেন নাড়ী জ্যোতিষী কুমারী সুদীপ্তা বিশ্বাস।
এক্ষেত্রে বাড়িতে যেকোনো সবুজ গাছ রাখার পরামর্শ দিচ্ছেন নাড়ী জ্যোতিষী কুমারী সুদীপ্তা বিশ্বাস । সেই গাছে অবশ্যই নিয়মিত জল দিতে হবে এবং পরিচর্চা করতে হবে। এবং এই কাজ বাড়ির অন্য কোনোও সদস্য করলে হবে না। অবশ্যই আপনাকেই করতে হবে।
তবে এই সবুজ গাছ কোনো ফুল গাছ হলে খুবই ভালো হয়।
তবে এই ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে রান্নাঘরের আশেপাশে কখনোই কনো প্রকারের গাছ থাকলে চলবে না। তবে হিতে বিপরীত হবে।
তাহলে আর চিন্তা কি? জীবনের যাবতীয় সমস্যা দূর করতে নজর রাখুন আমাদের ওয়েবসাইটে। সমাধান দেবেন নাড়ী জ্যোতিষী কুমারী সুদীপ্তা বিশ্বাস। জানান নিজেদের সমস্যার কথা এবং কোন কোন বিষয়ে আপনাদের সহজ সমাধান চাই।
(আপনার যাবতীয় সমস্যার সহজ সমাধান জানাবেন নাড়ী জ্যোতিষী কুমারী সুদীপ্তা বিশ্বাস।। ফোন নং-6297795372)